top of page
Government Simple Atmosphere Cover Background Psd Source File Free Download Wallpaper Imag
555544545.jpg

মুকসুদপুর পৌরসভা কার্যালয়
 গোপালগঞ্জ।
স্থাপিতঃ ২০০০

IMG_20220807_210809_edited.png

মিশনঃ

সকল পৌরসভা স্থানীয় সরকারের নিয়ন্ত্রণাধীন ও জনসাধারণের বিভিন্ন কর্মকান্ড নিয়ে গঠিত। পৌর এলাকার সকল ধরনের নাগরিক সেবা ও উন্নয়নমূলক সকল কর্মকান্ড পৌরসভা হতে পরিচালিত করা এর প্রধান উদ্দেশ্যঃ

***পরিকল্পিত নগরী গড়ে তোলার লক্ষে মহা-পরিকল্পনার আওতায় ভূমির সঠিক ব্যবহার পরিকল্পনা, রোড নেটওর্য়াক পরিকল্পনাসহ ***পরিবহন ও যানবহন ব্যবস্থাপনা পরিকল্পনা, পানি নিষ্কাশন (ড্রেনেজ) ও পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রনয়ন এবং তদানুযায়ী শিল্প প্রতিষ্ঠানসহ সকল প্রকার স্থাপনা নির্মান ও পরিচালন নিয়ন্ত্রণ করা।

***পৌর এলাকার বিনোদন সুবিধার জন্য অবকাঠামো নির্মান ও সৌন্দর্য বর্ধনের জন্য বৃক্ষ রোপন ও পর্যাপ্ত সড়কবাতি স্থাপনসহ ফুটপাত নির্মান করা হবে।

***পরিকল্পিত উপায়ে পানি নিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন। প্রয়োজনীয়তার ভিত্তিতে গভীর নলকূপ এবং ওভারহেড ট্যাংক স্থাপন, আয়রন ও আর্সেনিকমুক্ত পানি পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা হবে।


* নাগরিক সেবা সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে মান সম্পন্ন সকল প্রকার ভৌত অবকাঠামো ও নাগরিক সেবা প্রদান করা।

* নিরাপদ শহর গড়ার লক্ষে আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ও দারিদ্র হ্রাস করন কর্মসূচী গ্রহন করা।

* আর্থিক প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ ও স্বয়ংসম্পন্ন পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জনবল নিয়োগ ও প্রশিক্ষণ প্রদান, আধুনিক পৌরভবনে প্রশাসনিক কাজ পরিচালনা এবং তথ্য আদান প্রদানসহ ই-গভার্নেন্স প্রতিষ্ঠার জন্য কার্যক্রম গ্রহন করা হবে।

* পৌরসভার সকল আর্থিক প্রশাসনিক ও পৌর সেবাকর্মে মহিলা ও দরিদ্র প্রতিনিধিসহ পৌর নাগরিক ও অন্যান্য স্টেকহোল্ডারদের অংশ গ্রহনের সুযোগ নিশ্চিত করা এবং তা অব্যাহত রাখা হবে।

 

ভিশনঃ

 স্বপ্নের বাংলাদেশ গড়তে ভিষন বাস্তায়নের ক্ষেত্রে ২০৪১ সালের মধ্যে সম্পূর্ণভাবে ডিজিটাল পৌরসভা তথা বাংলাদেশ গড়তে অত্র পৌরসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাকছে এবং ভবিষ্যতেও রাখবে। তারই ধারাবাহিকতায় পৌরবাসীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষে পৌরসভা কর্তৃক প্রদেয় সুযোগসুবিধার পরিমাণ বৃদ্ধি করা এবং সেবার মান নিশ্চিত করাসহ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন, উন্নত শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া সুবিধা সমৃদ্ধ, টেকসই অবকাঠামো নির্মাণ করে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা সহ সুপরিকল্পিত উন্নত ড্রেনেজ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাসহ বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করে, কৃষি ভিত্তিক শিল্পাঞ্চল গড়ে, পরিবেশ ও নারীবান্ধব, সন্ত্রাস ও মাদকমুক্ত, ন্যায় বিচার প্রতিষ্ঠায় উদ্যোমী, স্বচ্ছ পৌর পরিষদ প্রতিষ্ঠা করে, উন্নত নাগরিক সুবিধা নিশ্চিত করে, আলোকিত ও নান্দনিকতায় পরিপূর্ণ পৌরসভা গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।

                                                                                             

                                                                                                                         একনজরে পৌরসভা

 

       কুমার নদীর দক্ষিণ তীরে ভৌগলিক ভাবে গুরম্নত্বপূর্ণ প্রাচীন একটি জনপদ মুকসুদপুর। বিভিন্ন সময়ে বিভিন্ন পরিক্রমায় ২০০০ খৃষ্টাব্দের ২০ মার্চ ১৭.২ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ৯টি ওয়ার্ডের সমন্বয়ে মুকসুদপুর পৌরসভা গঠিত হয়। ২০১৭ খৃষ্টাব্দে ‘খ’ শ্রেণীতে উন্নীত  হয়। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ১ জন মেয়র, ৯ জন ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত আসনে ৩ জন মহিলা কাউন্সিলর সমন্বয়ে গঠিত পৌর পরিষদের নেতৃত্বে মুকসুদপুর পৌরসভা পরিচালিত হয়। মুকসুদপুর পৌরসভার উত্তরে বল্লভদী ইউনিয়ন নদী দক্ষিণে ভাবড়াশুর ও খান্দারপাড়া  ইউনিয়ন, পূর্বে মহারাজপুর এবং পশ্চিমে পশারগাতি  ইউনিয়ন অবস্থিত। মুন্সীগঞ্জ পৌরসভা প্রায় ৩০,৯৫৯ জনসংখ্যার একটি ঘনবসতিপূর্ণ শহর। মুকুসদপুর পৌরসভা উপজেলা সদরে অবস্থিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরম্নত্বপূর্ণ সকল  অফিস ও স্থাপনা এবং বেসরকারী পর্যায়ের  অনেক গুরম্নত্বপূর্ণ অফিস এখানে অবস্থিত। সে কারণে পৌর এলাকা প্রশাসনিক ভাবে সবচেয়ে গুরম্নত্বপূর্ণ স্থান। তাছাড়া মুকসুদপুর উপজেলার সমগ্র সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের পীঠস্থান মুকসুদপুর পৌরসভা একটি আদর্শ শহর।

তাসনিম আক্তার
প্রশাসক

মুকসুদপুর পৌরসভা
গোপালগঞ্জ। 

মোঃ মাসুদ আলম
পৌর নির্বাহী কর্মকর্তা
মুকসুদপুর পৌরসভা
 গোপালগঞ্জ।

2021-12-01-07-33-7569984b78566f080cc3aef089834893.png
WhatsApp Image 2025-01-06 at 10.50.28_84407fa0.jpg

মুকসুদপুর পৌরসভার ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। বর্তমানে ওয়েব সাইটটির সংষ্কার কার্যক্রম চলমান আছে। 

ধন্যবাদ 

Membership
Contact

Contact: E-mail:muksudpurpourasava@lgd.gov.bd, muksudpurpouro46@gmail.com, Mobile: 01759674436

  • Grey Twitter Icon
  • Grey Facebook Icon
  • Grey Instagram Icon

© 2023 by Annex. Proudly created with Wix.com

bottom of page